পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ নাসিরুদ্দিন পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্র জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী এই উদ্যোক্তা ৩ লাখ ৫০ হাজার শেয়ার কিনেছেন। বর্তমান বাজার দরেই তিনি এ শেয়ার কিনেছেন।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৯ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক শূন্য ৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক শূন্য ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৪ জুন ২০১৭