মার্কেন্টাইল ব্যাংকের নওগাঁ শাখার ঋণখেলাপীর অভিযোগে চেক ডিজঅনার মামলায় রাজকুমার খেতান নামে একজন গ্রেফতার হয়েছেন। রাজকুমার খেতান সুগন্ধা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক।
শুক্রবার ০৪ আগস্ট জয়পুরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি রাজকুমার খেতানের বিরুদ্ধে নওগাঁর অর্থঋণ আদালতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নওগাঁ শাখার দায়ের করা অনেকগুলো মামলা রয়েছে। আদালত তাকে চেক ডিজঅনারের ২০টি মামলার প্রত্যেকটিতে ৬ মাস থেকে ১ বছর করে কারাদণ্ড ও অর্থ জরিমানা করে।
এই ঋণ খেলাপির ব্যবসায়িক প্রতিষ্ঠান সুগন্ধা ইন্টারন্যাশনাল জয়পুরহাটের পাঁচবিবি থানার ভিমপুর এলাকায় কে টি কমপ্লেক্সে অবস্থিত। তার বাসস্থানের ঠিকানা- পাঁচবিবি রোড, দক্ষিণা কালি মন্দির, শহিদ রামকুমার সরণি, সোনার পট্টি, হরিবাসর মোড়, জয়পুরহাট।
আজকের বাজার: আরআর/ ০৫ আগস্ট ২০১৭