মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি এ কে এম সাহিদ রেজা।
সোমবার ১৭ জুলাই ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। রেজা রপ্তানিমুখী পোশাকশিল্প ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেজা গ্রুপের চেয়ারম্যান। এছাড়াও তিনি বীমা, আর্থিক সেবা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সাথে সম্পৃক্ত।
সাহিদ রেজা ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, এফবিসিসিআইয়ের নির্বাচিত পরিচালক এবং সিআইপি।
আজকের বাজার: আরআর/ ১৮ জুলাই ২০১৭