মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান এ.কে.এম সাহিদ রেজার মা বেগম রওনক আফজা আজ মঙ্গলবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, অনেক আত্নীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর উত্তরায় প্রথম জানাজা শেষে তার মরদেহ ফেনীর রাজনগরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে আজ বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তাঁর ইন্তেকালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।