মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ব্যাংকে নতুন যোগ দেয়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ আবুল হামিদ সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানানো হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে নবীন কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞান অর্জনের তাগিদ দেন কাজী মসিহুর রহমান। একইসাথে তিনি ব্যাংকিং খাতে নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে তৈরি হওয়ার জন্য তরুণ কর্মকর্তাদের আহবানও জানান।
অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিকসহ অন্যান্য অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ