পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ঘোষিত ২০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। আজ বৃহস্পতিবার কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে এ এজিএম অনুষ্ঠিত হয়।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেয় মার্কেন্টাইল ব্যাংক লিমিডেটের শেয়ারহোল্ডররা। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। এজিএমে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আহসান বলেন, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কাজ করে মার্কেন্টাইল ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর মনযোগী হতে হবে।
চলতি বছর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আগামীতে বিনিয়োগকারীদের লভ্যাংশের পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। এজিএমে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক ও এ.কে.এম. সাহিদ রেজা, ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম প্রমুখ।