মার্কেন্টাইল ব্যাংকের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা  করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ, আর ৫ শতাংশ বোনাস।

শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায়  আলোচ্য বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৮৯ পয়সা। আগের বছর ব্যাংকটির আয় ছিল ৩ টাকা ০১ পয়সা; আর ওই বছরের বোনাস লভ্যাংশ হিসাব করলে তা দাঁড়ায় ২ টাকা ৮৭ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে এককভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৬৬ পয়সা। আর সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এনএভি হয় ২২ টাকা ৭৪ পয়সা।

আগামী ৩০ এপ্রিল রাজধানীর ফারস হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।

আরএম/