মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং রুপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর মধ্যে স¤প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং রুপালী লাইফের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ গোলাম কিবরিয়া চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে রুপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহকগণ মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘মাইক্যাশ’, অনলাইন ব্যাংকিং সুবিধা, এজেন্ট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মোঃ জাকির হোসাইন, এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মোঃ রফিকুল হক ভুঁইয়া, এসইভিপি ও সিটিও এ.কে.এম. আতিকুর রহমান, এভিপি ও হেড অব মার্কেটিং (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিও এবং রুপালী লাইফের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোঃ শিব্বির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।