মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং প্রভিটা গ্রুপ-এর মধ্যে একটি চুক্তি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদিত হয়। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশব্যাপি প্রভিটা গ্রæপের ডিপো এবং ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে অর্থ সংগ্রহ করা যাবে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের হেড অব মোবাইল ব্যাংকিং মোঃ রফিকুল হক ভুঁইয়া এবং প্রভিটা গ্রুপ-এর চেয়ারম্যান মোহাম্মাদ নুরুন-নবী ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, এবং প্রভিটা গ্রুপ-এর চীফ ফিনান্সিয়াল অফিসার মোঃ আকতারুজ্জামান খান এফসিএ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।