আগামী মার্চের মধ্যে ছাত্রলীগের কাউন্সিল শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ৬জানুয়ারি সকালে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি ।
সে সময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, আগামী মার্চের মধ্যে ছাত্রলীগের কাউন্সিল শেষ করতে হবে।
আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮