মার্চে মুদ্রাস্ফীতি কমেছে

চলতি অর্থ বছরের মার্চ মাসে দেশের সার্বিক মুদ্রাস্ফীতির হার কমেছে ৫ দশমিক ৬৮ শতাংশ। এই অর্থবছরের ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতির হার কমেছিল ৫ দশমিক ৭২ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)  এ তথ্য প্রকাশ করে।

বিবিএস’র প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে দশমিক ০৪ শতাংশ কমেছে। আর ২০১৭ সালের মার্চ মাসে দেশের সার্বিক মুদ্রাস্ফিতি কমেছিল ৫ দশমিক ৩৯ শতাংশ।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ভোক্তা মূল্য সূচি (সিপিআই) সংক্রান্ত তথ্য প্রকাশ করেন।

বিবিএস’র তথ্য থেকে জানা যায়, মুদ্রাস্ফীতির হার গ্রামের তুলনায় শহরে বেশি ছিল। শহর এলাকায় মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ এবং গ্রামে মুদ্রাস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ।

একেএ/আরএম