পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু বাংলাদেশ লিমিটেড ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। কোম্পানিটি লভ্যাংশ দেবে বলে এ তালিকা চেয়েছে।
ডিএসই সূত্রে এ জানা গেছে।
সূত্র জানায়, বাটা সু বাংলাদেশ লিমিটেড ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ইটিএন এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে লভ্যাংশ পাওয়ার জন্য ৭ জুনের মধ্যে বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে অনুরোধ করেছে কোম্পানিটি। আর ডিভিডেন্ড পাওয়ার জন্য এসব তথ্য ইমেল (E-mail: share@batabd.com) অথবা ফ্যাক্সের (Fax No: 9810511) মাধ্যমে পাঠানো যাবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম কমিশন সভায় মার্জিন ঋণধারীদের লভ্যাংশ সরাসরি তাদের অ্যাকাউন্টে না পাঠানোর নির্দেশনা জারি করা হয়।
রাসেল/