মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের ঢাকা বৈঠকে যোগ দিতে আগামী মঙ্গলবার একদিনের সফরে ঢাকা আসছেন।
মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন আসবেন মঙ্গলবার সকালে। আর জাতিসংঘের সাবেক মহাপরিচালক বান কি-মুন আসবেন একই দিন বিকেলে।খবর বাসস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন (জিসিএ)’র ঢাকা বৈঠকের উদ্বোধন করবেন। জিসিএ’র বর্তমান চেয়ারম্যন বান কি-মুন বৈঠকের ‘ওয়ে ফরোয়ার্ড এন্ড নেক্সট স্টেপ টু ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন’ শীর্ষক অধিবেশনে বক্তৃতা করবেন।
বৈঠক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই হোটেলে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাপরিচালক বান কি-মুনের সঙ্গে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রচেষ্টা সংক্রান্ত বিবিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ড. হিলদা হেইন, বান কি-মুন ও জিসিএ কো-চেয়ার ড. ক্রিস্টালিন জর্জিভা বক্তৃতা করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন স্বাগত বক্তৃতা করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের বক্তৃতার মধ্য দিয়ে দুপুরে বৈঠকটি শেষ হবে।
সূত্র জানায়, ড. হিলদা হেইন, বান কি-মুনের বিকেলে কক্সবাজারের উখিয়ায় কুরুশখুল বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।
সন্ধ্যায় ড. আবদুল মোমেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক নৈশভোজের আয়োজন করবেন।
ড. হিলদা হেইন ও বান কি-মুন বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করবেন।পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন।
আজকের বাজার/লুৎফর