চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রেঞ্চ ক্লাব মার্সেই ছেড়ে চলে যাচ্ছেন মারিও বালোতেল্লি। ক্লাব সভাপতি জ্যাক-হেনরি ইরাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানুয়ারিতে নিস থেকে সংক্ষিপ্ত চুক্তিতে মার্সেইতে যোগ দিয়েছিলেন বালোতেল্লি। লিগ ওয়ানে ১৫টি ম্যাচ তার কাছ থেকে এসেছে আটটি গোল। চুক্তি শেষ হয়ে গেলেও তাকে দলে রাখতে বেশ তৎপর ছিল মার্সেই। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জিত না হওয়ায় বাজেট ঘাটতি দেখা গেলে বালোতেল্লিকে ছেড়ে দেবার সিদ্ধান্ত হয়।
আজকের বাজার/লুৎফর রহমান