পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ঘোষিত আংশিক ফলাফল অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবালো ডি সোসা ৬১.৬ শতাংশ ভোট পেয়ে রোববার পুনঃনির্বাচিত হয়েছেন। দেশটির পার্লামেন্টের ৯৮ শতাংশ আসনের ভোট গণনা শেষ করার পর এ ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, এ নির্বাচনে সমাজতান্ত্রিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যানা গোমেজ মাত্র ১২.২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এর পরের অবস্থানে থাকা কট্টর ডানপন্থী প্রার্থী অ্যান্ড্রে ভেন্টুরা পেয়েছেন ১১.৯ শতাংশ ভোট।