ক্রমেই ঘনীভূত হচ্ছে মালদ্বীপের রাজনৈতিক সংকট।দেশটির সর্বোচ্চ আদালতের দেয়া একটি ঐতিহাসিক আদেশকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট আরও বেড়ে যাওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় ১৫দিনের জরুরি অবস্থা জারি করা হয়। মঙ্গলবার ৬ফেব্রয়ারি গ্রেফতার করা হয়েছে দেশের প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ।সেই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুমকে গ্রেফতারের খবর জানিয়েছে বিবিসি।
এ ছাড়া আরেকজন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে চলমান আরো একটি মামলাকেও অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট।গতকাল সন্ধ্যার দিকে মালদ্বীপের সুপ্রিমকোর্টের সামনে মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন সরকারদলীয় সমর্থকরা।
মালদ্বীপের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট ইয়ামিনের পক্ষে এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেন আইনমন্ত্রী আজিমা শাকুর। পরে প্রেসিডেন্টের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মালদ্বীপের সরকার দেশের সব নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চয়তা দিচ্ছে, দেশের সব নাগরিক এবং এখানে বসবাসরত ও ভ্রমণরত সব বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।’
এদিকে মালদ্বীপে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য দেশটির প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।
আজকের বাজার:এসএস/৬ফেব্রুয়ারি ২০১৮