মালদ্বীপে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে।
এদিকে কর্মকর্তা ও বিরোধী দলীয় কর্মীরা বলেন, নির্বাচন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে পুলিশ বিরোধী দলীয় প্রচারাভিযানের সদরদপ্তরে অভিযান চালিয়েছে।
রাজধানী মালেতে স্থানীয় সময় সকাল ৮টার আগেই ভোট দেয়ার উদ্দেশ্যে ভোটকেন্দ্রগুলোর সামনে কয়েকশ নারী ও পুরুষ লম্বা লাইনে দাঁড়িয়ে ছিল। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়।
এখানে প্রেসিডেন্ট আব্দুল্লাহ্ ইয়ামিন ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ’র ভোট দেয়ার কথা রয়েছে। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ