মালদ্বীপে সরকারবিরোধী বিক্ষোভের অভিযোগে ১৩৯ জন গ্রেপ্তার

মালদ্বীপে জরুরি অবস্থার মধ্যেই সরকারবিরোধী বিক্ষোভের অভিযোগে অন্তত ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার রাজধানী মালের রাস্তায় বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের একটি রায়ের বিরুদ্ধে ও প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় ১৪১ জনকে গ্রেপ্তার করা হলেও পরে দু’জনকে ছেড়ে দেয়া হয়।

শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মুখপাত্র আহমেদ শিফান।

এদিকে, প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন দেশটির জরুরি অবস্থা ২২শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছেন। এর আগে, সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে রাজনৈতিক সংকট শুরু হলে গত ৫ই ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট।

আজকের বাজার/আরজেড