বঙ্গবন্ধু বিপিএলের ২৩তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী রয়্যালস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান তোলে রাজশাহী
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান।
৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। অপরদিকে ৬ ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে ডেভিড মালানের কুমিল্লা ওয়ারিয়র্স।
জাতীয় দলের হয়ে খেলার জন্য আজ কুমিল্লার একাদশে নেই নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার জায়গায় অধিনায়কত্ব করছেন মালান।
রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, অলক কাপালি, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইরফান, ইরফান শুক্কুর।
কুমিল্লা ওয়ারিয়র্স সম্ভাব্য একাদশ: মাহিদুল ইসলাম অঙ্কন, ডেভিড মালান, সাব্বির রহমান, স্টিয়ান ফন জিল, সৌম্য সরকার, সানজামুল ইসলাম, রবিউল ইসলাম রবি, মুজিব উর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার, ডেভিড উইসি।
আজকের বাজার/আরিফ