মালির মধ্যাঞ্চলের এক গ্রামে কঙ্গো জ্বরে ৭ জন মারা গেছে। একজন কর্মকর্তা এ কথা জানান।কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, জানুয়ারির শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে আক্রান্ত হয়। কর্মকর্তা বলেন, তার চিকিৎসা করা হয়। কিন্তু পহেলা ফেব্রয়ারি এই রোগে পুনরায় ১৪ জন আক্রান্ত হয়। এদের পাঁচ জনের মৃত্যু হয়। অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্যে নেয়ার পথে মারা যায়। মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পরা সার্চ জাতীয়‘করনা ভাইরাস থেকে আলাদা।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান