মালিতে জাতিসংঘের গাড়িতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে।
শুক্রবার (২৯ জুন) মালিতে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী টাস্ক ফোর্স জি৫ সাহেল-এর সদরদপ্তরে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।
এই শক্তিশালী বোমা হামলায় ভবনের প্রবেশপথের দেয়াল ধ্বংস হয়েছে। প্রচ- শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি ছিটকে ভবনের ভেতরে চলে যায়।
আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী সাপোর্ট গ্রুপ অব ইসলাম অ্যান্ড মুসলিম টেলিফোনে মৌরিতানিয়ার সংবাদ সংস্থা আল-আখবারের কাছে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, গুতেরেস ‘জি৫ সাহেল জয়েন্ট ফোর্সেস এর সদরদপ্তর কমপ্লেক্সে’ হামলার নিন্দা জানিয়েছেন।
মালিতে পাঁচ জাতির এই বাহিনীতে এটাই প্রথম হামলার ঘটনা। ২০১৭ সালে ফ্রান্সের সহায়তায় এই বাহিনীর ওই ঘাঁটিটি স্থাপন করা হয়। অস্থিতিশীল সাহেল অঞ্চলের অপরাধী চক্র ও জিহাদি চরমপন্থীদের দমনে এটি স্থাপন করা হয়।
জি৫ সাহেল বাহিনীর এক সামরিক সূত্র জানায়, ‘জুম্মার নামাজের পরপরই এক আত্মঘাতী হামলাকারী ওই গাড়ির বিস্ফোরণ ঘটায়। সেভারে জি৫ ঘাঁটির সদর দপ্তরের প্রবেশ পথে এই বিস্ফোরণ ঘটানো হয়। এটি ছিল একটি প্রচ- বিস্ফোরণ।’
আঞ্চলিক রাজধানী মোপতির গভর্নর আর বাহিনীর একটি সূত্র জানায়, এই হামলায় বাহিনীর দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে।
পরে মালির সরকার জানিয়েছে, নিহত দুই সৈন্য তাদের সশস্ত্র বাহিনীর সদস্য।
গভর্নর সিদি আলাসানে তুরে বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমরা চার জনকে গ্রেফতার করেছি।’ হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে বলে জানান তিনি।
আরজেড/