মালিতে জিহাদি বিরোধী ফরাসি সৈন্যের হাতে মঙ্গলবার একজন বেসামরিক নাগরিক নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। দেশটির সংঘাতপূর্ণ এলাকায় একটি বাস থামানোর নির্দেশ দেয়া হলেও চালক সে নির্দেশ অমান্য করার প্রেক্ষিতে এ হতাহতের ঘটনা ঘটে। ফরাসি সেনা কমান্ড একথা
জানিয়েছে। খবর এএফপি’র।
মালির সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলীয় গাও নগরী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
ফরাসি সেনা কমান্ড জানায়, তাদের সৈন্যরা সেখানে সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়লে তা ওই বাসের সামনের গ্লাস ভেদ করে। এতে তিনজন আহত হন।
তারা জানায়, ‘এ ঘটনায় মারাত্মকভাবে আহত ব্যক্তিকে হেলিকপ্টারে করে গাওয়ের
(ফরাসি) বর্খানি বাহিনীর হাসপাতালে নেয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।’
‘নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে ’ সেনা কমান্ড জানায়, এ ঘটনার পর তাকে প্রাণে বাঁচানোর জন্য সকল পদক্ষেপ নেয়া হয়।
মালি বর্তমানে সামরিক জান্তার নিয়ন্ত্রণে রয়েছে। দুই সপ্তাহ আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তারা দেশটির ক্ষমতা দখল করে।
উল্লেখ্য, ফ্রান্স পশ্চিম আফ্রিকায় তাদের জিহাদি বিরোধী বর্খানি বাহিনীতে ৫ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করেছে।