মালিতে ধারাবাহিক হামলায় ১৫ সৈন্য ও ৩ বেসামরিক নাগরিক নিহত

মালিতে ধারাবাহিক ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ১৫ সৈন্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সাহেল রাষ্ট্রে এটি ছিল সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা।  দেশটির সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, মৌরিতানিয়া সীমান্তবর্তী কালুম্বায় হামলায় ১২ সৈন্য প্রাণ হারায়। এদের মধ্যে সড়ক নির্মাণ কোম্পানির তিন বেসামরিক নাগরিক রয়েছেন।
মালির মধ্যাঞ্চলীয় সকোলোতে হামলায় ছয় সৈন্য নিহত ও ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী হামলা প্রতিহত করতে চালানো সামরিক বাহিনীর পাল্টা অভিযানে ৪৮ হামলাকারী নিহত হয় এবং এ সময় তাদের ব্যবহার করা তিনটি ট্রাক ধ্বংস করা হয়।
মালির মধ্যাঞ্চলীয় মোপ্তিতে রাতে তৃতীয় হামলা চালানো হয়। তবে এ হামলায় কোন প্রাণহানি ঘটেনি।
সপ্তাহান্তে মালির সামরিক বাহিনী জানায়, তারা দেশটির মধ্যাঞ্চলে একটি সামরিক শিবিরে নতুন একটি হামলা ব্যর্থ করে দেয় সামরিক বাহিনী। রাজধানীর কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্যারিসন শহরে ভয়াবহ আত্মঘাতী হামলার দুই দিন পর তারা হামলাটি প্রতিহত করে।
রাজধানীর একেবারে কাছে চালানো এটি ছিল ২০১২ সালের পর প্রথম ধারাবাহিক হামলার ঘটনা।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মালির সেনাবাহিনী তাদের জিহাদি বিরোধী অভিযান জোরদার করেছে।