মালিতে স্থলমাইন বিস্ফোরণে ৬ নারী নিহত

মালির দক্ষিণাঞ্চলে শুক্রবার স্থলমাইন বিস্ফোরণে ছয় নারী নিহত হয়েছেন। তাদের একজন ছিলেন গর্ভবতী। আর এটি ছিল সংঘাতপূর্ণ এ দেশে সর্বশেষ সহিংস ঘটনা। খবর এএফপি’র।
আঞ্চলিক সরকারি প্রসিকিউটর দ্রামানি দিয়ারা জানান, দক্ষিণাঞ্চলীয় সিকাসো অঞ্চলে অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিস্ফোরণে কেবলমাত্র অ্যাম্বুলেন্সের চালক প্রাণে বেঁচে যান। তবে তিনি মারাতœকভাবে আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নির্বাচিত এক কর্মকর্তা এএফপি’কে বলেন, চালককে হাসপাতালে নেয়া হয়েছে।
এ বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের বিভিন্ন ছবি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে প্রথম ছড়িয়ে পড়া ইসলামি জঙ্গি তৎপরতা দমনে দেশটি লড়াই করে যাচ্ছে।
মালিতে এ সংঘাতে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।