মালির মধ্যাঞ্চলে সহিংস হামলায় ৯ সেনা সদস্যসহ মোট ৪০ জন প্রাণ হারিয়েছে।
কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, এই অঞ্চলে বেশীরভাগ হামলার ঘটনা ঘটছে জাতিগত সহিংসতার কারণে। খবর এএফপি’র।
ফুলানি সম্প্রদায় প্রধান অগোসসাগু গ্রামে রাতের বেলা এক হামলায় ৩১ জন মারা গেছে। দেশটির সরকার বলেছে, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। সেখানে গত মার্চ মাসে এক হামলায় ১৬০ জন নিহত হয়। ওই হামলার জন্য ডগোন মিলিশিয়াদের দায়ী করা হয়।
গ্রাম প্রধান আলী ওসমানী বারি এএফপিকে বলেছেন, প্রায় ৩০ জন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলার পর তারা ঘরে এবং শস্যে আগুন ধরিয়ে দেয়, গবাদিপশু পুড়িয়ে দেয় আবার লুট করেও নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তা এর আগে বলেছেন, ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীরা ডগোন নৃগোষ্ঠীর। তবে নিরপেক্ষ সূত্র থেকে কে এই হামলা চালিয়েছে তা যাচাই করা হয়নি।