মালির একটি পর্যটনকেন্দ্রে সন্ত্রাসী হামলা করা হয়েছে। হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। হামলাকারীদের মধ্যে একজনের কাছে একটি মেশিনগান ও বিস্ফোরক-ভর্তি বোতল পাওয়া গেছে।
১৯ জুন সোমবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে। পর্যটনকেন্দ্রটি পশ্চিমা নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়।
খবরে জানানো হয়, মালির নিরাপত্তামন্ত্রী সালিফ ত্রাওরে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা জঙ্গি হামলা। হামলার পর মালির বিশেষ বাহিনী তৎপরতা চালায়। জিম্মিরা ছাড়া পেয়েছেন। তবে দুঃখজনকভাবে, এই হামলায় দুজন নিহত হয়েছেন।’
নিরাপত্তামন্ত্রী বলেন, ‘আমরা দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করেছি। অপর দুজনের মরদেহ খোঁজ করছি।’
আজকের বাজার:এলকে/এলকে/ ১৯ জুন ২০১৭