রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ জান্তা সরকারের সঙ্গে আলোচনার জন্যে মঙ্গলবার সকালে মালি এসে পৌঁছেছেন।
ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোর সহায়তা চাচ্ছে মালি। ল্যাভরভ এ নিয়ে জান্তা নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।
ল্যাভরভ সোমবার ইরাক সফর করেন। সেখান থেকে তিনি মালিতে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিওপ তাকে স্বাগত জানান। তবে উভয়ের কেউই সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।
এদিকে মালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দ’ুদেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আরো মজবুত করা ল্যাভরভের এ সফরের লক্ষ্য।
মালিতে ২০২০ সালের আগস্ট থেকে দুই দফা সেনা অভ্যুত্থানের পর কর্ণেল আসিমি গইতার নেতৃত্বে সামরিক জান্তা ক্ষমতায় আসে।
ল্যাভরভ গইতা এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
গত জুলাইয়ের পর ল্যাভরভ তৃতীয়বারের মতো আফ্রিকা সফরে এলেন। গত বছর ইউক্রেনে হামলা চালানোর পর আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন রাশিয়া আফ্রিকায় উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে।