ঘরের মাঠে বড় ব্যবধানে জয় পেল স্পেন। উয়েফা ইউরো ২০২০ এর বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচে মাল্টাকে ৭-০ গোলে উড়িয়ে দিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও আগেই ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল দলটি।
গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত এ ম্যাচের ২৩তম মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সান্তি কাজোরলা। দীর্ঘ প্রায় ৪ বছর পর স্পেনের জার্সিতে গোলের দেখা পেলেন তিনি।
এরপর দ্বিতীয়ার্ধের ৬২ থেকে ৭১ মিনিটের মধ্যে আরও চারটি গোল করে স্কোরলাইন ৬-০ করে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপ চ্যাম্পিয়নরা। গোলগুলো করেন পাউ তরেস, পাবলো সারাবিয়া, দানিয়েল অলমো ও জেরার্দো মরেনো।
ম্যাচের শেষ দিকে ৮৫তম মিনিটে মাল্টার কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাভাস। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি।
এবারের বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত স্পেনের অর্জন ৯ ম্যাচে ২৩ পয়েন্ট। আরেক ম্যাচে রোমানিয়ার মাঠে ২-০ গোলে জিতে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সুইডেনও। তাদের পয়েন্ট ১৮।
আজকের বাজার/আরিফ