মাল্টার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রবার্ট অ্যাবেলা

রবার্ট অ্যাবেলা রোববার লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। তিনি এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এক অনুসন্ধানী সাংবাদিকের হত্যাকান্ডকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী জোসেফ মুসকাত পদত্যাগ করেন।

মাল্টার সাবেক প্রেসিডেন্ট জর্জ অ্যাবেলার ছেলে রবার্ট অ্যাবেলাকে তার প্রতিনিধি হিসেবে দেখা হচ্ছে। জর্জ অ্যাবেলা ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাল্টা শাসন করেন। অনেক মন্ত্রী এবং এমপি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রিস ফিয়ারনিকে সমর্থন দেয়। ফলে রবার্ট অ্যাবেলা আউটসাইডার হিসেবে বিবেচিত হন।

ভোটাভুটিতে অ্যাবেলা (৪২) ৫৭.৯ শতাংশ ভোট এবং ফিয়ারনি(৫৭) ৪২.১ শতাংশ ভোট পান।
মুসকাত ২০১৭ সালে ব্লগার ডাফেন কারুয়ানা গালিজিয়য়াকে হত্যার পর তদন্তকালে বন্ধু ও সহযোগীদের রক্ষার আপ্রান চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। একে কেন্দ্র করে যে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়েছিল তারই প্রেক্ষাপটে গত মাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে তিনি কাল আনুষ্ঠানিক পদত্যাগ করবেন।

মুসকাত রবার্ট অ্যাবেলাকে স্বাগত জানিয়ে বলেছেন, সোমবার তিনি তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

আজকের বাজার/লুৎফর রহমান