মালয়েশিয়াগামী সব ফ্লাইট বাতিল করল বিমান

করোনা ভাইরাস ঠেকাতে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত ও ওমানের পর এবার কুয়ালালামপুরেও ফ্লাইট বন্ধ করল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স।

আজকে মালয়েশিযার কুয়ালালামপুরে বিমানের শেষ ফ্লাইট শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বদলে বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে।এর মাধ্যমে মূলত বুধবার (১৮ মার্চ) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মালয়েশিয়ায় বিমানের আর কোনো ফ্লাইট চলাচল করবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন। আজ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমানগামী ফ্লাইটও বাতিল হচ্ছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আকাশপথে যাত্রী কমেছে। ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন দেশ লকডাউন থাকার ঘোষণা দিয়েছে। ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়েছে।

করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহ লকডাউন থাকবে মালয়েশিয়া। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সোমবার (১৬ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। উহান থেকে প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আজ পর্যন্ত ৭১২৫ জন মারা গেছেন এ রোগে।

আজকের বাজার/শারমিন আক্তার