মালয়েশিয়া ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) দাতো শ্রী আব্দুল হামিদ বিন বাদুড় এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন পলাশ চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক জায়েদুল করিম চৌধুরী (পলাশ)।
গতকাল সোমবার, ৮ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকার অনুষ্ঠানে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে মালয়েশিয়া ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ দাতো শ্রী আব্দুল হামিদ গত রমজানের পূর্বে বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রশংসা করেন।
আজকের বাজার/এমএইচ