রাজ ক্ষমায় মুক্তির পর মালয়েশিয়ায় নতুন ভোরের ঘোষণা দিয়েছেন আনোয়া ইব্রাহিম।
গত সপ্তাহের জাতীয় নির্বাচনে ছয় দশক দেশ শাসন করা বারিসান ন্যাশনাল দলের ভরাডুবির পর দেশটির শাসন ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ। এরই প্রেক্ষাপটে সত্তর বছর বয়সী আনোয়ার বুধবার কারাগার থেকে মুক্তি পান। খবর এএফপি’র।
মুক্তির পর আনোয়ার ইব্রাহিম দেশটিতে সার্বিক সংস্কারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
আরজেড/