নাজিব রাজাকের বাসভবনে পুলিশের তল্লাসি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের তামান দুতা’র বাসভবনে তল্লাসি অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৮টা ৩০ মিনিটে তার বাসভবন থেকে পুলিশের তিনটি গাড়ি বের হতে দেখা যায় বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, তল্লাসি চালিয়ে কোনকিছু জব্দ করা হয়েছে কিনা তা জানা যায়নি।  তবে ধারণা করা হচ্ছে বুধবার রাত থেকেই নাজিবের বিভিন্ন বাড়িতে তল্লাসি চালিয়ে যাচ্ছে পুলিশ।

নাজিবের আইনজীবী দাতুক হারপাল সিং গ্রেওয়াল বলেন, নাজিবের তামান দুতায় অবস্থিত বাড়িতে তল্লাসি চালিয়েছে পুলিশ।

তিনি বলেন, তল্লাসিতে উল্লেখযোগ্য কোন নথিপত্র জব্দ করা হয়নি। তবে ব্যাগসহ কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে গেছে পুলিশ।

আরজেড/