বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের মেয়েরা এবার অনবদ্য এক জয় পেয়েছে মালয়েশিয়ার বিরুদ্ধে। আর এই জয় দিয়েই তারা শুরু করলো চার জাতি জকি ক্লাব মহিলা ফুটবলের মিশন। ৩০ মার্চ, শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ১০-১ গোলে এ জয় পায় মেয়েরা।
বিশ্ব র্যাংকিংয়ে এই মুহূর্তে ১০২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়ার অবস্থান ৮০। কিন্তু মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত লড়াই করে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশের খেলোয়াড়রা।
কয়েক মাস আগে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। শামসুন্নাহারের একমাত্র গোলে এশিয়ার পরাশক্তি ভারতকে হারিয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতেছিল স্বাগতিক বাংলাদেশ।
আরএম/