মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে কুয়ালালামপুর হাই কোর্টে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার (৪ জুলাই) তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।
এর আগে মঙ্গলবার (৩ জুলাই) কুয়ালালামপুরের নিজ বাসভবন থেকে সদ্য ক্ষমতা হারানো নাজিবকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, মালয়েশিয়ার ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে যুক্ত থেকে ৭০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নাজিবের বিরুদ্ধে। গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাজিব রাজাক।
আজকের বাজার/একেএ