মালয়েশিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত একদিনে নতুন কওে ১৩ হাজার ৮৯৯ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৮৫ হাজার ২৩১ জন। স্বাস্থ্য মন্ত্রনালয় এ খবর জানিয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন দেশের বাইরে থেকে আক্রান্ত হয়ে এসেছে, দেশের মধ্যে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮৯৩ জন।
নতুন করে ২২৮ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৫৯ জন। কোভিডমুক্ত হয়ে হাসপাতাল থেকে ফিরেছে ১৮ হাজার ৭৪ জন, মোট করোনামুক্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৮ জন। ১ লাখ ৯১ হাজার ৪৩৪ জন সক্রিয় রোগী রয়েছেন, ১ হাজার ৭০ জন ইসেনটিভ কেয়ারে রয়েছেন, এদের মধ্যে ৫৯৮ জন তীব্র শ্বাসকষ্টে রয়েছেন।
দেশটিতে শনিবার ২ লাখ ৫৯ হাজার ১৪১ ডোজ টিকা দেয়া হয়েছে, জনসংখ্যার প্রায় ৬৯.৬ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে, ৫৯.৭ শতাংশ লোকের পুরো ডোজ সম্পন্ন হয়ছে।