মালয়েশিয়ায় সোমবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫শ’ ৪৪ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ৪৪ লাখ ৯২ হাজার ৮৬৪ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া উপাত্ত অনুযায়ী, এদের মধ্যে বিদেশ থেকে আসা তিন জন এবং বাকি এক হাজার ৫৪১ জন স্থানীয়ভাবে সংক্রমিত হন।
এ মহামারিতে নতুন করে আরো দুই জনের মৃত্যু হওয়ায় দেশটিতে এ সংখ্যা বেড়ে মোট ৩৫ হাজার ৬৪৫ জনে দাঁড়ালো।
মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৯০৫ জন করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠায় এ সংখ্যা বেড়ে মোট ৪৪ লাখ ৩২ হাজার ৭১ জনে দাঁড়ালো।
মালয়েশিয়ায় বর্তমানে কোভিড-১৯ রোগে আক্রান্ত সক্রিয় রোগির সংখ্যা হ্রাস পেয়ে ২৫ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৩৯ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন এবং ২৫ জনকে অক্সিজেন দিতে হচ্ছে।