মালয়েশিয়ায় নতুন করে ৪ হাজার ১১৬ জন করোনায় আক্রান্ত ॥ মারা গেছে ১৪ জন

মালয়েশিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত নতুন করে চার হাজার ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ২৯ হাজার ৮৯ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ খবর জানা গেছে। এতে আরো বলা হয়, করোনায় আরো মারা গেছে ১৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৮২ জনে।
মালয়েশিয়ায় ৭৯.৮ শতাংশ লোক করোনা টিকার অন্তত একটি ডোজ এবং ৭৮.৭ শতাংশ লোক পুরো ডোজ গ্রহণ করেছে।
দেশটিতে ৩২.৩ শতাংশ লোক করোনার বুস্টার ডোজ পেয়েছে।