মালয়েশিয়ায় ফিলিস্তিনি নিহত

মালয়েশিয়ায় ফাদি আল বাতশ(৩৫) নামের এক ফিলিস্তিনি প্রভাষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান গোমবাক এলাকায় এ ঘটনা ঘটে।ওই শিক্ষক ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দুইজন বন্দুকধারী মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আল-বাতশের বাবা জানিয়েছেন, তার ছেলেকে হত্যার পেছনে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে।- আল জাজিরা

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাবি করেছেন, হামলাকারীরা ইউরোপীয় কোনো দেশের এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে।

ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ মুভমেন্ট ও হামাস দুটিই বাতশকে নিজেদের সদস্য বলে দাবি করেছে।

আজকের বাজার/আরজেড