মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৪০ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশি নারী-শিশুসহ ৪৪০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং জালান আলোতে এ অভিযান চালানো হয়। এ সময় অভিবাসন বিভাগ ৯১৫ জন বিদেশিকে তল্লাশি করে ৪৪০ অবৈধ অভিবাসীকে আটক করে।

জানা গেছে, আটক করার পর তদন্তের জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরী মোস্তফার আলী সাংবাদিকদের জানিয়েছেন, ৯১৫ বিদেশিকে তল্লাশি করা হয়েছে। এ সময় ৪৪০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৮৯ পুরুষ, ৪৭ নারী ও ৪ শিশু রয়েছে।

তিনি জানান, আটককৃতরা বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, ওমানসহ বিভিন্ন দেশের নাগরিক। তবে ঠিক কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এই কর্মকর্তা।

আজকের বাজার:এলকে/এলকে ১৫ নভেম্বর ২০১৭