মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৩৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৩৪ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

রোববার (১ জুলাই) মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মেগা- থ্রি অভিযান চালিয়ে তাদের আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন ২০১৮ পর্যন্ত প্রায় ২২ হাজার অবৈধ শ্রমিক গ্রেফতার হয়েছেন ইমিগ্রেশনের অভিযান মেগা টুতে। শুধু অবৈধ শ্রমিকই নয়, গ্রেফতার করা হয়েছে পাঁচ শতাধিক মালিককেও।

বিগত দিনে অবৈধ শ্রমিকরা গ্রেফতার হওয়ার কিছু দিনের মধ্যে জরিমানা দিয়ে টিকিট কেটে বাংলাদেশে যাওয়ার পথ থাকলেও এবার বড় ধরণের জরিমানা এবং শাস্তির বিধান রয়েছে। অবৈধ শ্রমিকদের ৫০ হাজার রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় ১০ লাখ এবং বেত্রাঘাতের বিধান রেখে নতুন আইন করেছে দেশটির অভিবাসন বিভাগ।

জানা গেছে, অভিযান মেগা-থ্রির জন্য প্রস্তুত করা হয়েছে স্পেশাল বাহিনী। যার নেতৃত্বে রয়েছে ইমিগ্রেশন, পুলিশ, রেলা ও স্থানীয় অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা। এই বাহিনীর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দেশের শ্রমিকদের বাসস্থান, কাজের জায়গা ও বিদেশি শ্রমিক অধ্যুষিত এলাকা এবং বিভিন্ন মিডিয়ায় ভাইরাল এলাকাগুলো। আরো থাকবে বিভিন্ন কৌশল যার কারণে অবৈধদের কাজ করা দুঃসাধ্য হয়ে পড়বে ।

ইমিগ্রেশন থেকে বলা হয়েছে জুলাই মাসে অবৈধ শ্রমিকদের দেশে যাওয়ার একটি সুযোগ দেয়া হয়েছে । যাদের বৈধ কোনো কাগজপত্র নেই। তাদের দূতাবাস কর্তৃক আউটপাস সংগ্রহ করে কোনো জরিমানা ছাড়াই দেশে যাওয়ার সুযোগ থাকবে।

আরজেড/