মালয়েশিয়ায় ভূমিধসে তিনজন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের পেনাং প্রদেশের একটি নির্মাণাধীন সাইটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে।
স্থানীয় সময় ২১ অক্টোবর শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন ইন্দোনেশিয়ার এবং একজন মিয়ানমারের নাগরিক।
নিখোঁজদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন বলে জানা । নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
আজকের বাজার : এমএম / ২১ অক্টোবর ২০১৭