মালয়েশিয়ার পর্যটন দ্বীপ পেনাংয়ে গতকাল ২১ অক্টোবর শনিবার ভূমিধসের ঘটনায় ১৪ জন নির্মাণ শ্রমিক নিহতের আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে নয়জন বাংলাদেশী বলে জানা গেছে। অন্যরা পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মায়ানমারের নাগরিক বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাস্থল থেকে এরইমধ্যে তিন বাংলাদেশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মালয়েশীয় দৈনিক দ্য স্টারের খবরে প্রকাশ, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৮টায় পেনাং দ্বীপের পাহাড়ি এলাকা তানজুং বুঙ্গায় এ ভূমিধসের ঘটনা ঘটে। পর্যটন ব্যবসার সুবাদে জমজমাট দ্বীপটিতে সাম্প্রতিক বছরগুলোয় অসংখ্য হোটেল ও অ্যাপার্টমেন্ট নির্মিত হয়েছে। একজন মালয়েশীয় সুপারভাইজারের অধীনে শ্রমিকরা সেখানে স্বল্প আয়ের মানুষের জন্য নির্মিতব্য দুটি ৪৯ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের বেজমেন্টে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢালু একটি স্থানে দাঁড়িয়ে নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় পাহাড়ের ওপর থেকে কয়েক হাজার টন লাল পাথুরে মাটি তাদের ওপর আছড়ে পড়ে। ১ মিনিটেরও কম সময়ের এ ভূমিধসে উপস্থিত শ্রমিকদের মধ্যে ১৪ জন মাটির নিচে পুরোপুরি চাপা পড়েন। এ সময় দুজন শ্রমিক কোনো রকমে রক্ষা পান।
ঘটনাস্থলে বেঁচে যাওয়া বাংলাদেশী শ্রমিক মোহাম্মদ জসিম উদ্দিন আহমদ মালয়েশীয় সংবাদ সংস্থা বারনামাকে জানান, হঠাৎ করে ভূমিধস শুরু হয়ে মিনিটখানেক পরই থেমে যায়। উপস্থিত অন্য শ্রমিকরা সরে পড়ার কোনো সুযোগ পাননি।
পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট মাটিচাপা পড়া ১৪ শ্রমিকের পরিচয় প্রকাশ করেছে। এদের মধ্যে নয়জন বাংলাদেশী। এরা হলেন— মুহাম্মদ মনিরুল, ইউসুফ, রহমতুল্লাহ, আবদুল রহমান, ইউনুস, হোসাইন, মামুন, এবি রহমান ও জামাল। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজন বাংলাদেশী। অন্যজন মায়ানমার থেকে যাওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধার অভিযানের বিষয়ে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডিরেক্টর সাদুন মোখতার বলেছেন, ৩৫ মিটার পুরু মাটির স্তর সরাতে আমাদের ভীষণ বেগ পেতে হচ্ছে। হতাহতদের উদ্ধারে আমরা বিশেষ ডগ স্কোয়াড মোতায়েন করেছি। এছাড়া ১৬০ জন উদ্ধারকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উদ্ধারকারী দলে মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, স্পেশাল মালয়েশিয়া ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রেসকিউ টিম (স্মার্ট), পেনাং হসপিটাল, পেনাং সিটি কাউন্সিল, পিপল’স ভলান্টিয়ার কোর ও এনজিও সদস্য রয়েছেন।
দ্বীপরাজ্য পেনাংয়ের রাজধানী জর্জটাউন থেকে উত্তরে অবস্থিত তানজুং বুঙ্গা সৈকত শহর হিসেবে পরিচিত। পর্যটকদের পাশাপাশি মূলত প্রবাসী কর্মীরা ওই এলাকায় বাস করেন। কম বেতনে শ্রমসাধ্য নির্মাণকাজে সাম্প্রতিক তানজুং বুঙ্গায় উল্লেখযোগ্যসংখ্যক অভিবাসী শ্রমিক নিয়োগ পেয়েছেন।
পেনাংয়ের মুখ্যমন্ত্রী লিম গুয়ান ইং গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভূমিধস ও শ্রমিক নিহতের ঘটনায় পূর্ণ রাষ্ট্রীয় তদন্তের ঘোষণা দেন।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭