মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ৯ মে

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন আগামী ৯ মে হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের তারিখ আগামী ৯ মে ঠিক করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২৮ এপ্রিল পর্যন্ত

প্রার্থীদের মনোনয়নপ্রক্রিয়া আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।  প্রার্থীরা ১১ দিন ধরে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

কয়েক দিন ধরে চলা বিতর্কের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গত শুক্রবার পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে মনোনয়ন দিয়েছে বিরোধীদলীয় জোট।

আরএম/