মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য পাহাংয়ের মহাসড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে ড্রেনে পড়ে। এতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।আহতরা বাংলাদেশি বলে জানা গেছে।
হাংয়ের রাজধানী কুয়ানতানের পূর্বাঞ্চলীয় উপকূলের মহাসড়কের কেএম১২১.৪ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৯ মার্চ) মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে একজনের নাম ফরহাদ হোসাইন (৩৬), তিনি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আরেকজনের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
আর আহত ছয়জনের মধ্যে একজন দুর্ঘটনাকবলিত গাড়ির চালক কামরুল বাহারিন (৫২), তিনি একটি প্রকৌশল কোম্পানির সুপারভাইজর। আহত ৫ বাংলাদেশির পরিচয়ও তৎক্ষণাৎ জানা যায়নি।
স্থানীয় পুলিশের প্রধান এসিপি জুনদিন মাহমুদ বলেন, চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালাচ্ছিলেন বিধায় মাইক্রোবাসটি ছিটকে রাস্তার বাঁ পাশের ড্রেনে পড়ে যায় বলে মনে করা হচ্ছে।
নিহতদের মরদেহ ও আহতদের নিকটস্থ সুলতান হাজি আহমাদ শাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজকের বাজার/আরজেড