মালয়েশিয়ায় ৬টি হাতির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার বোর্নিও এলাকার একটি পাম বাগানে ৬টি হাতির মরদেহ পাওয়া গেছে। সোমবার (২১ মে) দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

স্থানীয় বন্যপ্রাণী বিভাগের পরিচালক অগাস্টিন টুগা বলেন, বোর্নিও দ্বীপের সাবাহ্ রাজ্যের ভিন্ন ভিন্ন স্থানে এক থেকে ৩৭ বছর বয়সী এই হাতিগুলোর মরদেহ পাওয়া গেছে। রেইনফরেস্ট আবাসস্থলটি ধ্বংস হয়ে যাওয়ায় হাতিদের বিপন্ন এ প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাচ্ছে।

আজকের বাজার/একেএ