মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রোসমাহ মানসুরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অভিবাসন বিভাগ। দুর্নীতির অভিযোগে তার প্রতি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার পরিবার নিয়ে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা কথা জানানোর পরই তার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়। খবর বিবিসির।
এক টুইট বার্তায় নাজিব বলেন, আমি জানতে পেরেছি আমি ও আমার পরিবারকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশের বাইরে যেতে অনুমতি দেবে না। আমি এ নির্দেশনাকে সম্মান জানাই। পরিবারসহ আমি দেশেই অবস্থান করবো। রাজনীতিতে চার দশক পার করার পর এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচার শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে আমি স্বল্প সময়ের বিরতি নিতে চাই। সাম্প্রতিক বছরগুলোতে পরিবারের সঙ্গে আমার খুব একটা দেখা হয়নি। তিনি নিজের ভুল ও ব্যর্থতার জন্য সবার কাছে দুঃখ প্রকাশও করেন।
নাজিব আশা প্রকাশ করে বলেন, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে দেশের ইতিহাসের এই বিভেদজনক সময় একদিন শেষ হয়ে যাবে।
রাসেল/