দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ১১ দফা দাবিতে গতকাল ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে জাতীয় দলের শীর্ষ খেলোয়াড় ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে অবাক করার মত বিষয় হলো, ঐ আন্দোলনে দেখা যায়নি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। ওয়ানডে অধিনায়ককে না দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে, মাশরাফি কেন নেই আন্দোলনে। এছাড়াও ঝড় উঠেছে সর্বত্র। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে আন্দোলন নিয়ে অভিমত ব্যক্ত করেছেন মাশরাফি। আন্দোলনে নিজের না থাকার বিষয়ও পরিষ্কার করেছেন মাশরাফি।
একটি স্ট্যাটাস দিয়ে মাশরাফি লিখেছেন, ‘অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।
ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনও আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম।
গণমাধ্যমে মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।
তবে আমার ঊপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরি। আমি মাশরাফি বিন মর্তুজা, ১১ দফা দাবি শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।’
আজকের বাজার/লুৎফর রহমান