প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে দল নির্ধারিত হবে ১২ জন আইকন ক্রিকেটারের। সেই হিসেবে নিলামের শুরুতেই মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে উঠে আসা শাইনপুকুর। আর সাকিবকে দলে টেনেছে মোহামেডান।
প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে নিলামের শুরুতেই লটারিতে নাম ওঠে শাইনপুকুরের। আর তারা দলে নেন মাশরাফিকে। দ্বিতীয়তে মোহামেডানের নাম উঠলে তারা দলে ভেরান সাকিবকে। একইভাবে তামিমকে কলাবাগান কেসি, মাহমুদউল্লাহ রিয়াদকে প্রাইম ব্যাংক, মুশফিককে লিজেন্ড অব রূপগঞ্জ দলে নিয়েছে। আর লটারি ভাগ্যে নাসিরকে পেয়েছে আবাহনী লিমিটেড।
ঢাকার অভিজাত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে শনিবার ২০জানুয়ারি সকাল ১০ টা থেকে শুরু হয়েছে প্লেয়ার্স বাই চয়েজের এর কার্যক্রম। ক্রিকেটারদের পারিশ্রমিক বেধেই হচ্ছে এবারের দলবদল। সাতটি ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির পারিশ্রমিক ৩৫ লাখ।
আজকের বাজার:এসএস/২০জানুয়ারি ২০১৮