মাশরাফিরা পাচ্ছে ২ কোটি টাকা

বিপিএলে মাশরাফি বিন মুর্তজা আবারও কেরামতি দেখালেন। ঢাকার বাইরে আবারও ট্রফি নিয়ে গেলেন বিপিএলের সেরা এই অধিনায়ক। শুধু তাই নয়, রংপুরকে প্রথম ট্রফি জিতে দিয়ে নিজের এক হালি পূর্ণ করেছেন মাশরাফি। শিরোপা জয়ের আনন্দ অনির্বচনীয়। তবে সেই আনন্দের সঙ্গে বিপুল অর্থযোগও হচ্ছে রংপুরের খেলোয়াড়দের। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রাইজমানি হিসেবে ২ কোটি টাকা পাচ্ছেন মাশরাফিরা।

বিপিএল ও আইপিএলের মতো লিগ মানেই টাকার ঝনাঝনানি। দলের পেছনে মালিকপক্ষের বিনিয়োগও নেহাত কম নয়। সেই তুলনায় না যাই। তবে প্রাইজমানিটা রংপুরের ক্রিকেটারদের মুখে হাসি ফোটাচ্ছে। শিরোপা জয়ের সন্তুষ্টিটা অন্য মাত্রারই। সেটি টাকার অংকে রূপান্তর করাটা বেশ কঠিনই।

ঢাকার হয়ে প্রথম দুইটি ট্রফি জেতার পর কুমিল্লার হয়ে জিতেছেন নিজের তৃতীয় ট্রফি। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে আবারও ঢাকার বাইরে ট্রফি নিয়ে ছাড়লেন মাশরাফি। আবারও প্রমাণ করলেন নিজের শ্রেষ্টত্ব।
আজকের বাজার: সালি / ১৩ ডিসেম্বর ২০১৭